তুমি চলে যাবার পরে,
আজও এই ভবের সংসারে,
জ্বলে উঠেনি প্রেমের আলো,
চারদিকে  দেখি শুধু কালো!
ভালোবেসে ধরেনি কেউ হাত,
চেয়ে দেখোনি  কষ্টের রাত।
তুমি চলে যাবার পরে,
আজও এই আঁধার নীড়ে,
কেউ আসেনি আর ফিরে,
আপন ভেবে আসেনি কেউ,
চেয়ে দেখি বেদনার ঢেউ -
বার বার আছড়ে পড়ে,
এই বুকের গহীন পাঁজরে!
তারপর হটাৎ এক ঝটকায়,
নিজেকে হারাই হতাশার গঙ্গায়।
আলো আঁধারের এই পথে,
কেউ নাই আমার সাথে!
তবুও আত্মবিশ্বাসে পথ চলি,
হয়তো আবার গানের বুলবুলি,
ফিরে আসবে হৃদয় বাগিচায়,
বেঁচে আছি সেই কামনায়।