যখন এই মন ডুবে যায় -
হতাশার মহা সাগরের বুকে,
তখন মনে হয় যেন-
তুমি নামের অদৃশ্য ভেলা -
ভেসে আসে আচমকা বাতাসে!
সেই শেষ অবলম্বন পেয়ে,
সহসা জড়িয়ে ধরি বুকে।
আবার জীবনের স্বপ্ন দেখে,
গভীর তন্দ্রার কোল থেকে,
জেগে উঠি রাতের আঁধারে-
সদ্য জন্ম নেয়া এক-
নবজাতক শিশুর কোমল চোখে,
দেখি তোমাদের মানব সভ্যতা!
মনে হয় সেই পৃথিবীতে -
খেলবেনা কেউ  রক্তের খোলা!
দেখবোনা কোন লাশের মিছিল!
রাজপথের পিচঢালা পথের ধারে।
দক্ষিণের নির্মল বাতাসে আর-
ভেসে আসবেনা ধর্ষিতার আত্মচিৎকার!
সাগরের ওই নোনা জলে-
দেখবোনা কোন অজ্ঞাত লাশ!
পত্রিকার পাতায় দেখবোনা আর-
গভীর রাতে পুলিশের পরিচয়ে,
গুম্ হয়েছে আমার ভাই!
সাত বছর পেরিয়ে গেছে -
আজও সন্ধান মেলেনি তার!
তবুও অবুঝ  জননী  তোমার -
থাকে আশায় বেঁধে বুক!
যদি কোনদিন আসে ফিরে -
ঝাপিয়ে পড়ে মায়ের কোলে।