পৃথিবীর এই মঞ্চে,
তুমি আমি মালঞ্চে -
প্রাণহীন ফুলের মতো,
অভিনয় করি অবিরত!
কখনো হয়ে রাজা-
পাপীদের দেই সাজা-
কখনো প্রজার বেশে,
দাঁড়াই গিয়ে অবশেষে!
বিচারপতি তোমার কাঠগড়ায়,
শুধু ন্যায়ের আশায়!
এসেছি তোমার দুয়ারে,
জ্বালাতে বাতি ঘরে -
শেষ গোধূলি বেলা-
সাঙ্গ করে খেলা!
বসতি গড়বো ফেরদৌসে,
হারাবো সুখের বাতাসে।
শেষ হবে দিন -
বাজবে নতুন বীণ-
জান্নাতের ঘরে ঘরে,
যেন বহুদিন পরে।
এলো মহানন্দের ধারা-
দেখে তাই সারা!
জীবনের এই ইতিহাস,
একদিন পাবে হ্রাস।