যদিও তুমি হারিয়ে গেছো,
আমার তপ্ত পৃথিবী ছেড়ে,
সেই কবেকার শেষ রবিবারে -
কামনার গঙ্গায় মন ভাসিয়ে,
ভেসে গেছো যৌবনের জলে।
তারপর কতবার এসে দাঁড়িয়েছি,
বাস্তবতার দীর্ঘ আঁধার ঠেলে,
এক  ডুবন্ত ডুবুরির বেশে,
খুঁজে চলেছি তোমার ঠিকানা।
এই সাগরের নোনা জলে,
কত নিশি ভোর হলো,
কত বসন্ত হারিয়ে গেলো,
মহাকালের অতল অন্ধকারে।
তবুও এই খেয়ালী মনে,
ফিরে আসো বার বার।