অতিতের সব দুঃখ  ভুলে ক্ষমা আর অনুগ্রহে---
আমায় নিয়ে যাও হে- বন্ধু তব দেবালয়ে!
আমার  এ ঘরে আজ  তিমির মেঘের ঘনঘটা--
ঈষাণ কোনে কেবলই দুর আশার বারতা!
লহমায় ভেঙে গেছে  এমন কামনার ঝড়ে--
কষ্টের যত ঢেউ আছড়ে পড়ছে জীবন গঙ্গা'র তীরে!
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কি ভেবে আসি তব দুয়ারে-
জীবনের সব চাওয়া আর না পাওয়ার অধিকারে!
হারিয়েছি  সব কামনার জল বিকৃত অন্ধগলিতে-
নিঃস্ব হয়ে তপস্য মনে দাঁড়িয়েছি আজ তোমারে পুঁজিতে!
সব যাতনা  ভুলে ঠাঁই দাও হে- রহিম- রহমান---
অনাথের না দিলে গতি ওই নামের হবে অপমান!