আমার  আকাশের কোলে,
স্বপ্নের চাঁদ হয়ে -
হটাৎ উদয় হয়েছিলে,
ভরা পূর্ণীমার রাতে।
তারপর ধীরে ধীরে,
নিমে এলে পৃথিবীতে।
ধরা দিলে হাতে,
তোমার পরশ পেয়ে,
অন্ধকার পৃথিবী যেন,
ফিরে পেলো প্রাণ,
জ্বলে উঠলো আলো।
তপ্ত মরূর বুকে,
হাজার বছর পরে,
সৃজিত হলো সেই -
কল্পিত শান্তির উদ্যান।