নিরাশার রাজ‍্যের মাঝে,
          হতাশার এক পাখি,
নির্ঘুম রাতের আঁধারে,
        আকাশ পানে চেয়ে-
অগণিত নক্ষত্রের ভীড়ে,
        আজও খুজে চলেছি-
কোথায় সুখের তারা?
        স্বপ্ন ভরা দু'চোঁখে-
পাখির কন্ঠে গান,
         জন্ম হতে জ্বলেছি,
মাগো- করুণা করে,  
          দুঃখের করো অবসান।
ঈশানের আচমকা বাতাসে,
           উড়ে  গেছে  আমার ,
লালিত স্বপ্নের ঘর।
         হে- বিশ্বের অধিপতি-
কেন বোঝনা এভার!
      ভাবিছি একা বসে,
সুখ যদি হয় -
      কল্পিত  দুর্লভ কিছু!
মিছে কেন আজ-
       নিয়েছি তারই পিছু?
তুমি কি জানো-
      সুখ সবাই পায়না---
সবার হৃদয়ে সেই-
        কল্পিত সোনার পাখি,
গান গায় না!
গৃহ ভরা তোষা,
      গোলা ভরা ধান।
তবু কেন গায়না,
      মনের শকুন্ত গান!