এইতো সেদিন তুমি -
এসেছিলে স্বপ্ন দ্বারে,
শিমুলের লাল রঙে,
মিশে ছিলে হৃদয়ে।
কতটা ব্যকুল হয়ে,
দুলেছো চৈত্রের রাতে,
নিভৃতের অতল অন্ধকারে,
হটাৎ বেজে ওঠে,
ঝরা পাতার গান।
তবুও মনের আকাশে,
জেগে ওঠে চাঁদ,
শুনি উদয়ের বাণী,
মুৃঁছে দিবে গ্লাণী,
জীবনের অতৃপ্ত মাঠে,
যত জমে আছে,
অতীতের পাপ তাপ-
বেদনা অশ্রু বারি।