জীবনের তপ্ত গঙ্গায়-
বেদনার স্রোতে ভেসে,
কখন  জানি আমি,
হটাৎ থমকে গেছি,
তুমি নামের তীরে!
এসেছি আবার ফিরে-
অন্ধকার সিংহল গিরি পথ ধরে,
হিম কুয়াশার চাদর বুকে জড়িয়ে,
বাতাসের সুক্ষ্ম তরঙ্গে ভেসে ভেসে,
এলাম তোমার বক্ষ পিঞ্জরের গভীরে।
পাখি হয়ে নয় বাতাসের মতো,
মিশে গেছি তোমার শ্বাস প্রশ্বাসে।
তোমার পবিত্র সত্তার-
প্রতিটি শিরা-উপশিরায়!
কল্পনার সব রঙে,
সাদা কালো নীল-
ফুল আর ফলে,
বৃক্ষ থেকে মাটিতে।