যখন আমার পৃথিবীর বুকে,
ঘনিয়ে আসে আঁধার-
তখন মনের তপ্ত উঠানে,
হটাৎ ঝরে পড়ে,
শেষ শ্রাবণের অবিরাম বর্ষণ!
তারপর চেয়ে দেখি-
বিস্তৃত হিম দিগন্তের ওপারে,
এক ঝাঁক পাখি -
উড়ে যায় নগ্ন আকাশে!
ঠিকানা বিহীন পথে,
ফেরা হয়না আর কোনদিন।
অথচ অবুঝ মন,
একদিন এই পথের কিনারে,
স্বপ্নের বীজ হাতে,
বাঁধভাঙা উচ্ছাসে গেয়েছিলো গান,
নব জীবনের প্রভাতে।
আজ সেই সোনালী দিন,
হারিয়ে গেছে কোথায়,
বিকৃত অন্ধ গলিতে,
নাকি আবছায়া গাঢ় অন্ধকারে?
মিশে গেছে সেই -
কল্পিত দিনের শেষ আলো,
ক্ষয়ে গেছে প্রেম!
ভুলে গেছে জন্ম ধাত্রী।
যে মাটির বুকে -
একদিন ঘুমিয়ে ছিলাম নিশ্চিন্তে,
সেই মাটিও যেন,
আজ আমাকে ভুলে গেছে!
তাইতো নিজেকে ভুলে,
এখন বাতাসে ভেসে বেড়াই।