সোনার দেশে তেলের মানুষ কি আজব কারবার --
কি সমাজ কি জাতি কি দেশ সকল স্তর যেন সরোবর!
রাজনীতির নেতৃত্বের কোন্দলে তেলের নাইরে কোন জুড়ি-
ক্ষমতার লোভে চামচার দল নেতারে দেয়  সুড়সুড়ি!
সমাজের জদু মধু নিমাই মাঝি হতে চায়--
চেয়ার দখল  করিবো একদিন ধরিয়া নেতার পায়!
অফিসের কেরানি সে-ও হতে  চায় কার্যালয়ের বড় বস--
মাধ্যমিক কর্মকর্তা হিসেব করে বলিছে আমারও আছে রস!
তেলের জোরে মন ঘুরাবেন এমনই কত জল্পনা--
একদিন সবছাড়ি হাকিবেন সেই পদ, মনে তারই আল্পনা!
গরলের জ্বালায় সরল অস্থির পালিয়েছে সুবোধ--
ন্যায়ের দুয়ার বন্ধ করে ঘুমিয়ে আছে নির্বোধ!
উদর পিন্ডি বোধোর ঘাড়ে ইহা নহে অভিনব--
দুর্নীতির দায়ে কামালের বাপ সয়ে যায় সব!
হায়রে তেলবাজি হায়রে ভণ্ড তোষামোদের দল-
তোদের গৃহে বন্দী হলো সভ্য জগতের আলেয়ার বল!