আজও গভীর তন্দ্রার ঘোরে,
আচমকা  ঘুম ভেঙে গেলে,
বসে থাকি আঁধারের কোলে।
নিশ্বাস ফেলি দীর্ঘ শ্বাসে,
অপলক চাহুনিতে চেয়ে দেখি-
দূর আসমানের ওই চাঁদ!
যেন ঘুমিয়ে আছে একা,
ফিকে ঝাপসা মেঘের আড়ালে।
তোমাকে ভেবে হটাৎ একসময়-
চোখে আসে বিরহের জল!
গড়িয়ে পড়ে ঝর্ণার মতো,
ভিজে যায় পাষাণ পৃথিবীর,
অতৃপ্ত প্রেতাত্মা'র পূণ্য ভূমি।