ওরে আমার পোষা পাখি,
মেলে দেখো  মনের আঁখি-
আপন আপন বলে যারে,
খুঁজে ফেরো ভাবের তীরে,
দিব্য চোখে দেখবি চেয়ে,
পার ঘাটাতে  নাইরে নেয়ে -
চারদিকে শুধু একাকিত্বের অন্ধকার,
মহা-প্লাবনে হয়েছে একাকার।
একলা তুমি মাতৃ-গর্ভে,
একলা তুমি যৌবনের দর্পে!
আবার তুমি একলা পথে,
উড়ে যাবে মৃত্যুর রথে।
আসা যাওয়ার মাঝ পথে,
কত মানুষ থাকে সাথে-
তবুও কেন চির-কালের,
হলেনা সাথী মোর কপালের?