তোমার মতো এমন দরদী,
আর কে আছে বলো?
যে' মহা আত্মার কাছে গেলে,
এক পশলা শান্তির বৃষ্টি-
ঝরে পড়বে তপ্ত সাহারায়!
তোমার মতো অকৃত্রিম সহযাত্রী,
আর কে আছে বলো?
আমার এই দুর্গম পথে।
তাইতো আমার অবুঝ মন,
ফিরে আসে বার বার,
হৃদয় মন্দিরের গুপ্ত দুয়ারে।
যদি কখনো তব করুণায়,
হটাৎ খুলে যায় দ্বার -
ঝরে পড়ে ঐশ্বরিক নূর!
এই আঁধার পৃথিবীর বুকে।