সূর্য কে কেন্দ্র করে,
পৃথিবী যেমন ঘোরে,
আমিও নিত্য দুলি,
ভাবনার মোহ ভুলি।
মিশে যাই বাতাসে,
সৌরভ ভাসে আকাশে।
তুমি শব্দের আড়ে-
ডাকে নাম ধরে!
বলে ফিরে আয়,
এই সোনার গায়!
কি হবে ধরণীতলে,
সারাজীবন কাঁদবি আঁখিজলে।
তাইতো অবুঝ মনে,
আগুন জ্বলে ক্ষণে,
হৃদয় হলো ছারখার,
উপায় নাই আর-
যেতে হবে পারে,
কড়া নাড়ে দুয়ারে।
এবার সময় হলো,
বোধের দ্বার খোলো।
হায়রে জীবনের বেলা,
পারঘাটে আমি একলা।
ঘনিয়ে এলো আঁধার,
এবার করো পার।
তব করুণার সুরে,
রাখো আমায় ঘিরে -
নাহলে পারের নাইয়া-
কেমনে যাবো বাইয়া।