তুমি চাইলেই  মনে হবে এই সাহারায়,,,,,
আঁধার যামিনী ভরে যাবে তারায় তারায়!
তুমি একবার আমার হলে ঘোর বর্ষায়-
সহসা ফুটবে অগণিত হাসনাহেনা নির্দ্বিধায়!
যদি হটাৎ এসে দাঁড়াতে এই মরুদ্বীপে--
বুঝতে পারতে এ হৃদয় চৌচির কতকালের উত্তাপে!
তোমাকে হারিয়ে সেই কবে মরেছি অকুল সাগরে--
তোমার উছিলায় একবার বাঁচতে চেয়েছি বারে বারে!
কত নিশি ভোর হলো কত দিনে'র তপ্ত বেলা শেষে-
খাঁচা'র পাখি ডানা মেলে উড়তে চায় মুক্তির উল্লাসে!
তবু্ও হয়নি দেখা স্বপ্না তোমার ওই নিষ্পাপ মুখ ---
যদি আসতে এই মন্দিরে তবেই ফিরে পেতাম সুখ!
স্বপ্নে বাঁচি স্বপ্নেই বেঁধেছিলাম তোমাকে নিয়ে ঘর--
কখনো ভাবিনি তুমি আমার হয়ে যাবে পর!
জানি কখনো আর ফেরা হবেনা বাস্তব নগরে---
দুর থেকেই  চলে যাবে একদিন অচিন পুরে!
তবুও গাইব আমি তোমার প্রেমের যত গান---
এমনি করেই হারিয়ে যাবে একদিন অতৃপ্ত প্রাণ!