হতাশার অথৈ সাগরে যখন,
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মন-
তখনই যেন দৈব প্রভাবে-
তুই নামের ভেলা নিরবে -
অদৃশ্য ঢেউয়ের তালে ভেসে,
দেখলাম তোকে মানুষের বেশে।
সেই কবেকার শ্রাবণের সন্ধায়-
আলো-আঁধারির রহস্যময় রাস্তায়!
যেন বহু জন্ম ঘুরে,
সবুজ অরণ্যের পথ ধরে -
কোন অপ্সরি মৃদু পায়ে-
নূরের চাদর জড়িয়ে গায়ে!
হেঁটে এলো নিশীথের অন্ধকারে -
হটাৎ অন্ধ এই কারাগারে!
মুক্তির বার্তা হাতে নিয়ে -
থমকে দাঁড়ালি পৃথিবীর ভুয়ে।
বন্দী কয়েদির অন্ধকার জীবনে,
মনে হলো অমরত্বের  বৃন্দাবনে,
এবার বুঝি পাখি হয়ে -
উড়ে যাবো  ফাঁকি দিয়ে!
দূরের কোন নক্ষত্রের দেশে,
পাশাপাশি থাকবো চিরকাল মিলেমিশে।