হৃদয়ের গোপন পথে,
হেঁটে যাও যখন -
তখন সঞ্চিত স্বপ্ন -
ভাবনার মেঘ হয়ে,
হয়ে উড়ে যায় -
কল্পনার অসীম আকাশের!
হটাৎ তখন আমি,
ভুলে যাই ছন্দ-
ভুলে যাই সুর-
নিজেকে হারাই অন্ধকারে!
আনমনে চেয়ে দেখি ,
হৃদয়র ধুসর আকাশে.
তখন ভেসে উঠে,
হতাশার নীল চাঁদ!
তিমির মেঘের আড়ালে।
কোথাও খুঁজে পাইনা-
আমার আমিত্বের খেয়া!
কক্ষ পথের কিনারে।
চমকে উঠে মন!
এই বুঝি এবার -
উড়ে যাবে পাখি!
আমার পিঞ্জর ছেড়ে -
দক্ষিণের জানালা খুলে,
হারিয়ে যাবে তুমি -
দুর হতে বহুদূরে!
মৃত্যুর পথ বেয়ে,
হারিয়ে যাবে একদিন।