যদি মরন ছুঁয়ে যায়,
সেদিন আমি -
ঘুমের অদৃশ্য দুয়ার খুলে-
হেঁটে যাবো-
তোমার প্রেমের বর্ণিল বাগিচায়!
বিস্মিত চোখে -
দেখবো কত শত ফুল -
ফুটে আছে -
কার আশাতে দিন গুণে,
চেয়ে থাকে,
ওই সূদুর আকাশের দিকে।
যদি কখনো -
চাঁদ হয়ে না-হয়,
কল্পিত ভাবনার সূর্য হয়ে,
উদয় হবে,
আমার  মনের সুনীল  আকাশে।