চাঁদের আলো মাখতে গায়ে
দাঁড়াই এসে ইচ্ছামতিৱ পাড়ে।
ঢেউ এর তালে তাল মিলিয়ে
বইছে বাতাস মৃদু ভাবে।
পূর্ণিমার এই পূর্ণ চন্দ্রে
কাতর মনে নেশা লাগে।
শরীর বেচারা হালকা হয়ে
প্রজাপতির মতো পাখনা মেলে-
মগ্ন হয়ে মস্তিস্ক উড়ে চলে প্রাচীন কালে।
দেখি গুহা প্রাচীরে
কোন এক আদিম আপন মনে
এঁকে চলেছে বেঁচে থাকার মানে!
বেশ লাগলো আমার দেখে-
সাথে আবার ভয় ধরলো চেপে।
একটু বাদে সকাল হলে -
বেঁচে থাকার মানে গুলো
যাবে না তো ইছামতির জলে ভেসে!!
    
                         রুদ্র মিত্র।।