বিসর্জনের সুরে দশমীর দিনে,
অশ্রু সিক্ত পলক মোদের নয়নে।
পড়ছে কাঠি ঢাকে, এলোমেলো ভাবে -
বাজছে বিরহের তালে।।


পুজো্র জমকালো রোশনাইয়ের বহর কাটিয়ে
চারিদিক আবার হয়ে যাবে ফিকে।
বাপের বাড়ি ছাড়বে বলে
বাছাদের সাথে নিয়ে
তৈরি উমা- , কৈলাসের উদ্দেশ্যে।


বিদায়ের এই করুন ধ্বনি রয়ে যাবে
আজ ধরণীর প্রতি কোণে।
ছেড়ে যাবার শূন্যতা টা -
ধুনোর গন্ধে, ছেয়ে যাবে বাতায়নে।


সামনের বছর আবার আসিস মা-
মোদের মনে শুধু এই প্রত্যাশা ।।



রুদ্র মিত্র