উঁহু,
ওভাবে নয়—ওভাবে দৃষ্টি ফেরাতে নেই,
ওরকম প্রত্যাখ্যান স্বাস্থ্যসম্মত নয়।
ঠিক ওভাবে প্রত্যাখ্যান করতে হয় না—
কিছুটা শিল্পিত হও, না হলে অনিদ্রাকে
                ইচ্ছাহীন ভালোবেসে বাড়বে বয়স।


কিছুটা শস্যসুলভ, কিছুটা বৃক্ষ ছায়াময়
কিছুটা প্রস্ফুটিত না হলে ঘ্রানার্দ্র হবে না নারী।


ওভাবে নয়—ওরকম প্রত্যাখ্যান অস্বাস্থ্যকর তরুনিকা
আরো চান্দ্রিক বেদনাধৌত হতে হয়
হতে হয় আরো স্নিগ্ধ, মুগ্ধ মেঘমালা।
প্রত্যাখ্যান দিয়েছো যখন
কিছুটা প্রত্যাশা রেখে যাও,
না হলে তোমার কৃষ্ণচূড়াহীন কেটে যাবে ফলন্ত ফাল্গুন।


~১৩.০২.১৯৭৬ বাংলা একাডেমি, ঢাকা।


কাব্যগ্রন্থ : দিয়েছিলে সকল আকাশ