শুনে রাখো ........
অনন্ত অপেক্ষারা কবেই নিয়েছে ছুটি
বিষ্ফোরনের আগুন
ধীরে ধীরে গ্রাস করেছে
পাঁজর ।
শিশিরে ভেজা শিশির বিন্দু
এখন রুদ্রাক্ষ
যে বিষ্ফোরন অকাল বৃদ্ধ বনিতার
কোল ফাঁকা করে এনে দেয়
অপার্থিব পোড়া ছাই
সেই ছাই গায়ে মেখে
আমি সূর্যপুরুষ।।
আমার যে সৃষ্টি আর প্রলয় জুড়ে
ভালোবাসা চাই।।
জেনে রাখো .........
কখনও ফাগুন আসে আগুন ছড়াতে
কখনও ফাগুন আনে উষ্মতা
কখনও তুষের আগুনে জ্বলে
সময়ের লক্ষে আঘাতও হানে
কখনও প্রেয়সীর বুকে
তৃষিত ঠোঁট গুঁজে আগুন খোঁজে ............
যে পথে হেঁটে হেঁটে খুব ধীর পায়ে
আঁধার চলে গেছে
সে পথে সহস্র সূর্যের ব্যারিকেড দেবো ভালোবাসায়
নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেদ করে
আসবে না কোনও কালো দিন ...........
দেখে নিও ।।।।
...