মননে তুমি
-----------------
ভাস্কর পাল
-----------------
সন্ধ্যার বৈশাখী হাওয়ায়, মা  মেয়ের
খোঁপায় বাঁধা রজনীগন্ধার
ফুলেল গন্ধ যখন
আমার ঘামের গন্ধকে ছাপিয়ে গেল
গামছাতে নিজের বর্নহীন ঘামকে মুছে
তোমার গানের স্নিগ্ধ ছায়ায় দু'দন্ড জিরোই
ট্রাফিক সিগনালে ।
তোমার সাথে পরিচয় আমার কর্মব্যাস্ত এক ভয়ানক দুপুরে
ভুলকরে আমার রিক্সার চাকা ছুয়েছিল এক বাবুর নতুন গাড়ীকে
বাবুর অস্রাব্য কথা কানে আসেনি
তোমার কোলাহলে
শুনেছি তিনি নাকি তোমার গুনমুগ্ধ !!!
আমি বয়সের ভারে নুব্জ এক রিক্সাওয়ালা
নামহীন ছানিগ্রস্থ ....
ট্রাফিকের সবুজ এখন তৃপ্ত করেনা আমার চোখ
"লাল"- সে তো দাবদাহের আগুন
হলুদ , অলীক । ছানিতে ঢাকা আমার বর্ণমালা
তুমি নাকি বলেছো " জল পড়ে পাতা নড়ে "
কই জল ? জল কই রবি ঠাকুর ?
চারদিক আজ তপ্ত
বিশ্বাসহীনতা মারামারি অবিশ্বাসের রাজনীতিতে
জীর্ন তোমার বাংলা ।
এখন সংস্কার বদলে গেছে
বদলে বদলে গেছি আমরাও
জন্মদিন থেকে শবযাত্রার প্রভাতফেরীতে , এখন
আমার বুঝতে অসুবিধা হয়
কে এলো কে গেলো
হিসাবের সময় কোথায় ???