দুত্তোরি ছাই ©
---------------
ভাস্কর পাল
---------------
কবিরা সব কেমন কেমন কথা বলে
ভাল্লাগেনা দুত্তোরি ছাই
হটাৎ ওরা শুকনো মেঘে
বসিয়ে দিয়ে নৌকো গুলো
গলিয়ে দিল মেঘ গুলোকে
মেঘের নদে নৌকোগুলো
হাসতে হাসতে হারিয়ে গেল ।
কিংবা ধরো
অঙ্ক খাতার সাদা পাতায়
বসিয়ে দিল সিংহ গুলো
ভাবোতো দেখি
পাগলা কবি
সিংহ গুলো খাবেটা কি ?
অমনি তখন
আঁকি .......বাঁকি
দাগ কাটল ..... পাগলা কবি
হল খাঁচা
বন্দী হল সিংহ গুলো ।।
আবার ধরো
কাগজটাকে কেটে গোল
বসিয়ে দিল নীল আকাশে
বলে দিল
"সূর্য তুমি "
ওমনি এত্তো আলো এসে
ধাঁধিয়ে দিল চোখ দুটোকে ।।।
চিল্লে বলি "ওহে কবি "
কাজতো আছে অনেক বাকি
আছে বাকি স্বপ্ন দেখার
নতুন রঙ এর ছবি আঁকার ।।
কবি তখন মুচকি হেসে
আঁকলো কাশ শিউলি কুঁড়ি
অমনি তখন
পুজো পুজো গন্ধ এসে
ভাসিয়ে দিল
মন গুলোকে ।
আঁকলো চোখ
চোখের জল
চোখের জলের বাঁধ ভাঙলো
ঘর ভাঙলো
বান ডাকলো
দেশ ভাসলো ......
এসব দেখে
বিষম খেয়ে ..... এগিয়ে বলি
হচ্ছে টা কি ?
হো হো হেসে পাগলাকবি
যুদ্ধলোভী
ছুঁড়ে দিল গোটা চারটা
যুদ্ধ বিমান
জ্বালিয়ে দিল মশালবাজী
কালো ধোঁয়ায় ভরিয়ে দিল
আকাশটাকে
থামল চাকা , শব্দ পাখি
বুকের নিঃশ্বাস শিশুর বাঁশি
চমকে দেখি পাগলা কবির
সে কি হাসি
কানে কানে বলি তাকে
পারোনা তুমি পাল্টে দিতে
নতুন করে নতুন সাজে
কবি তখন
সব রঙ কে মিশিয়ে দিয়ে
করল সাদা
ছড়িয়ে দিল ক্যানভাসে
যুদ্ধবিমান পালটে গেল
বদলে গেল পাখির ছাঁচে ।।