একটা সাদা, অথবা দাগটানা খাতা
মনের ক্থাগুলিকে কালির রূপ ধরিয়ে-
জোর করে প্রকাশ করানো ।


একটা সম্পূর্ন জীব্ন অথবা অসম্পূর্ণ মনের চাহিদা গুলিকে
দেহের ব্স্তায় ভ'রে , বুকের মাঝে-বাইরে অথবা ভিতরে রেখে-
আবেগের চ্লা ফেরার , গা- শির -শির করা ক্লান্ত অনুভুতি।


বৃষ্টির আকাশ দেখা অথবা ঘুমিয়ে স্বপ্ন দেখা-
অথবা বালিশে মুখ গুঁজে , একেবারে কাছের মানুষের -
কৃত্রিম স্পর্শকে অনুভব করার প্রচেষ্টা।


লজ্জা পাওয়া অথবা বেদনার্ত হওয়া অথবা বৃষ্টি ভেজা বিকেলে -
খোলা জানালার বাইরে দিয়ে বিরাট সবুজ মাঠ পেরিয়ে -
দৃষ্টি'টা কে রেল ষ্টেশনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা।


অভিমানের  মিষ্ট্তা অথবা সন্দেহের নিষ্ঠূরতা  অথবা -
বয়সের ঊন্মাদনা প্রকাশ হবার অসহ্য যন্রনা প্রসব বেদনার মতো;
এ সবই তোমার জন্য এবং কিছুটা আমার জন্য অথবা ...।


আসলে এ সবই  সবার জন্য  -
আমার  মিষ্টি প্রিয়তমা !!