হঠাৎ ঝড় আর বৃিষ্টি ভেজা জৈষ্ঠ মাসের দুপুর
চঞ্চলতায় আসতে তুমি বাজিয়ে পায়ের নূপুর।
দরজা খুলেই হানতে যেন মুচকি হাসির বান্‌
সহজ-সরল হৃদয় আমার করতে যে খান্-খান্‌ ।
সারা দুপুর গল্প বলা , গল্প শোনার মাঝে ,
ভরাতে মোর শূণ্য হৃদয়, তোমার গোপন লাজে ৷


প্রায় - বাইশটা জৈষ্ঠ গেল তোমার পরশ ছাড়া
আর নেই সেই জৈষ্ঠের ঝড়, নেই সে বারিষ ধারা ৷
তোমার ও সেই চঞ্চলতা নিয়মের সংসারে
মরছে ছুটে এদিক ওদিক শূন্যের পথ ধরে ৷
আমিও তো আর মরিনা সেই মুচকি হাসির বানে
অার মাতিনা, আর ভিজিনা জৈষ্ঠ মাসের সনে ।