মিছিলে হাঁটতে হবে
নেতার কথা শুনতে হবে
ভুলকে ঠিক বলতে হবে
বে-নিয়ম মানতে হবে
জ্ঞানি সবাই- মুর্খ আমি,
এ কথাটাও ভাবতে হবে
ঘর না চলুক, বেতনের ভাগ
পার্টির ফান্ডে দিতেই হবে ৷
স্বার্থ যেথায় ক্ষুন্ন -সেথায় -
সংবিধান কে টানতে হবে ৷


আদুর গায়ের যে ছেলেটির দু-মুঠো ভাত জুটতোনা
কে তার 'মা"কে তার "বাবা" কাউকেই সে চিনত না
নেতাদের পিঠ মালিশ করে মিট তো খিদের যন্ত্রনা -
প্রয়োজনে ঐ ছেলেকেই মডেল তোমায় করতে হবে
"আমরা এদের পাশে আছি", মঞ্চে উঠে বলতে হবে


ভোটের আগে প্রখর রোদে
পাড়ায়- পাড়ায় ঘুরতে হবে ।
দাদার বিবিধ গুনের কথা
ফলাও করে বলতে হবে ৷
কপাল গুনে বিরোধীদের
গুলিও তোমায় খেতে হবে,
নইলে নেহাৎ ইচ্ছে করেও
হাতে ব্যান্ডেজ বাঁধতে হবে ।


এ সব কিছু করার পরেও
দাদা যদি সদয় হয় -
তবেই তুমি নেতা হবে,
নচেৎ তুমি কাঁথাও নয় ৷