সত্যি বলছি !


পাণ্ডুলিপি থেকে তোলা কোন কবিতা নই,
লেখার ইচ্ছাও ছিলনা, কিন্তু বৃষ্টি ভেজা উল্টো রথের
বুড়ো পাটের দড়িটা রথ কে নই, টেনে নিয়ে গেল আমাকে বয়সের উল্টো দিকে , যেন টাইম মেশিন ।


লম্বা নিটোল বাম হাতের আঙুলের চাপ,রথের দড়ি, আমার হাত ,ভিজে মাটি  পায়ের চেটোই অস্থিরতা, প্রবল ইচ্ছার বিরুদ্ধাচারণ..আমায় না দেখার চেষ্টা..
কাঁঠাল কাড়া প্রতিযোগিতায় আমার বিরত্ব ইত্যাদি.. সব কত রঙিন , একদম নতুনের মতো ।


এখন হয় তো মটরে টানা রথ, শব্দ বেশি _ অনুভুতি কম, রথের আগে আগে  দামি গাড়ি, স্টিয়ারিঙে শক্ত হাতের চাপ, বাতাসার বদলে_ বিয়ার, পাঁপর আর পিৎজা সব একাকার ...
সব ফ্যাকাসে, মুতপ্রায় পুরানোর মত ৷