কোনো এক একলা ঘরের রুদ্ধ দ্বারে
দাড়িয়ে আমি একা
অবিরত নাড়ছি কড়া
রুদ্ধ ঘরের ভিতর থেকে
পাইনা কোনো সাড়া।


বৃষ্টি গেল,বাদল গেল
রৌদ্র আবার চুল শুকালো
একলা আমি ঠায় দাড়িয়ে
মনে ক্ষীন আশা নিয়ে
একটা পলক দেখব তারে
তৃষ্ণার্ত এ নয়ন মেলে।


শরতের ঐ আকাশ জুড়ি
শুভ্র মেঘের উড়াউড়ি
তাকিয়ে আমি আকাশ পানে
মেঘের দেশের গল্প শুনি
একলা মনে অবিরত
তার আশাতেই প্রহর গুনি।


হেমন্তের এক মিষ্টি ভোরে
দুর্বা ঘাসের ডগার পরে
ঝলমলে এক মুক্তো যেন
বলছে আমার কথা শোনো
দাড়িয়ে হেথায় থেকোনা আর
ঐ পাষাণী খুলবেনা দ্বার
তবুও আমি দেইনি সাড়া
তার আশাতেই কাটাই বেলা।


হাড় কাঁপানো শীতের রাতে
সেই দাড়িয়ে তার আশাতে
বেরসিক শীত করছে মানা
এবারে তোর পাগলামি থামা
তার কথাতেও কাজ হলোনা
ফিরতে আমার মন টলেনা।


শীত পেরিয়ে বসন্ত আসে
সবুজ পাতায় ধরা হাসে
দাড়িয়ে দেখি পাতার শোভা
তাকেই নিয়ে শুধুই ভাবা
অন্তহীন সে ভাবনা আমার
সময় যেন কাটেনা আর।


গ্রীষ্ম আসে ধরার পরে
রোদের সাথে আগুন ঝরে
দাড়িয়ে আমি সেই একেলা
উৎকন্ঠাতে মন উতলা
খুলছোনা দ্বার পাষাণ তুমি
হৃদয় ভাঙার শব্দ শুনি
তোমায় ভেবে ক্লান্ত তবু
স্বপ্নলোকেই গল্প বুনি।