এমন স্বাধীনতা চাইনি
যে স্বাধীন দেশে দুর্নীতিটাই
হয়ে গেছে নীতি
রোজ ঝরে যায় হাজার স্বপন
জাগায় মনে ভীতি


এমন স্বাধীনতা চাইনি
যে স্বাধীন দেশের রাজপথে রোজ
পরছে কত লাশ
কচি প্রাণ লেলিয়ে দিয়ে
নষ্ট যত ফায়দা নিয়ে
মিটায় অভিলাষ।


এমন স্বাধীনতা চাইনি
রোজ যেখানে কত মানুষ
যাচ্ছে হয়ে গুম
শুন্য বুকে একলা মায়ের
নেই চোঁখেতে ঘুম।


এমন স্বাধীনতা চাইনি
যেই দেশেতে শিক্ষা এখন
হয়ে গেছে পণ্য
যাদের শুধু টাকা আছে
শিক্ষা তাদের জন্য।


এমন স্বাধীনতা চাইনি
সদাই যেথায় পরীক্ষার আগে
প্রশ্ন হচ্ছে ফাঁস
মুক্তিকামী প্রজন্মটার
হচ্ছে সর্বনাশ।


এমন স্বাধীনতা চাইনি
ক্ষমতা যেখানে কুক্ষিগত
স্বেচ্ছাচারীর হাতে
গনতন্ত্র পরেছে ফাঁদে
আমজনতা কাঁদে।