মুখে বলি সব সোনার এ দেশ
শান্তির আবাস
সোনা নাকি ছাই দেশজুড়ে যত
মুখোশধারীর বাস।


দিনদুপুরে,রাতের বেলায়
হচ্ছে মানুষ খুন
জলজ্যান্ত কত মানুষ
যাচ্ছে হয়ে গুম।


যে চাষীটি ঘামের দামে
ফলাচ্ছে মাঠে শস্য
সেই চাষীটি দিনে দিনে
যাচ্ছে হয়ে নিঃস্ব।


যে পোষাক শ্রমিক অর্থনীতির
প্রধান নিয়ামক
অর্থলোভী মালিক শ্রেনী
মারছে তাদের হক।


স্বপ্ন তারা বিকিয়ে যাচ্ছে
পানির চেয়েও কমে
পরছে চাপা,মরছে শত
রাখছেনা কেউ মনে।


বিদেশ খেটে,স্বপ্ন বেচে
করতেছে আয় যারা
বিপদ এলে কারোর কাছে
পায়না তারা সাড়া।


মরছে মানুষ পাখির মত
পুড়ছে সেথায় স্বপ্ন কত
কেউ রাখেনা খোঁজ
সবার শুধু চাই ক্ষমতা
স্বপ্ন দেখে রোজ।
মরলো কে আর বাঁচলো কেবা
নেতার তাতে কি?
ক্ষমতা পেতেই হবে
..……এটাই রাজনীতি!!