তোমাতে পুরোপুরি অধিকারহীন
এই আমি বড় অসহায়
মাঝে মাঝে মনে হয়
হয়ে যাই উদ্দাম উন্মত্ব
বিদ্রোহী হয়ে উঠি
নিজেই নিজের সাথে।


এক অতিমানবীয় শক্তিকে
পুরে নেই হাতের মুঠোয়
বদলে দেই নিজের অপুর্ণতার
সব ধুম্রজাল
সাজিয়ে জীবন অপরুপ
ঠিক যেমনটি মন চায়
রাঙিয়ে দেই জীবনকে
মিশিয়ে কল্পনার যত রঙ।


পরমুহুর্তে বাস্তবে ফিরে
পুনরায় অসহায় হয়ে যাই
আবারো ডুবে যাই
অদ্ভুত অফুরন্ত বিষন্নতায়।