মোটেও ভালো লাগেনা আর
শত হতাশার কাব্যিক রুপায়ন
বড় অসহ্য মনে হয়
সতত এই বিরহ যাপন।


বড় সাধ হয় মনে আজ
লিখবো নিটোল প্রেমকাব্য
ভালোবাসায় মাখামাখি
অপূর্ব প্রেমময় ছন্দ।


অপরুপ আলো আধাঁরির খেলায়
আধুনিক রেস্তোরার কোণে
ধোঁয়া ওঠা দুটো কফির পেয়ালা
দুপাশে দুজন স্বপ্নাতুর মনে।


এলোমেলো দু চারটে কথা
অস্ফুট কিছু প্রেমালাপ
হঠাৎ নামে নৈশব্দতা
সেখানেও প্রেমের ছাপ।


ঝাউতলায় বসে পাশাপাশি দুজন
চেয়ে সীমাহীন সমুদ্রপানে
অস্তালগামী সুর্য্যকে দেখে
শত স্বপ্নের বীজ বোনে।


বালুতটে বসে পাশাপাশি দুজন
দুটি প্রান মিশে একাকার
স্বপ্ন ছুটিয়েছে তারার পানে
সাধ্য কার সেটা তাড়াবার।


এ মানব মানবীর দুটি প্রান
যেন একটি প্রান আজ
উড়ছে হাওয়ায় পাখনা মেলে
ছুঁতে মেঘের ভাজ।