অতিকায় নগন্য এই আমি
আরো অতি ক্ষুদ্র আমার প্রয়াস
মহাকাব্য লিখা হবেনা কখনো
তাই সস্তা ছন্দেই বসবস।


আমার লেখায় হবেনা আঁকা
তোমার প্রতিচ্ছবি
শত ইচ্ছা,শত সাধনা
মিছেই রয়ে যায় সবি।


মনের ক্যানভাসে তোমার যে ছবি
আঁকি বারংবার
লেখাতে আমার ফোটাতে পারিনা
ব্যার্থ বারেবার।


অক্ষিগোচরে আসেনি কখনো
তোমার মেঘ কবরী
তবুও যেন মেঘেতে সওয়ার
উদাস মন আমারি।


তোমার মাঝে কি আছে নেই
হয়নি কখনো জানা
তবুও তোমায় ধরতে পাগল
মন মানেনা মানা।


তোমার ডাগর চোখের চকিত চাহনি
হয়নি আমার দেখা
কল্পনায় চেয়ে আঁখিপানে
খুজি স্বপ্নের গভীরতা।


হয়নি জানা হাসলে তোমার
পরে কিনা গালে টোল
তবুও আমার অবুঝ মনে
তোমার নামেরই বোল।


শুনিনি তোমার কন্ঠধ্বনি
করে কিনা সুধা বরীষন
তবুও যেন ভাবলে তোমায়
হৃদয়ে বহে সমীরণ।


হয়নি দেখা রাঙা ঠোঁটে
তোমার মিষ্টি হাসি
তবুও যেন জনম জনম
তোমায় ভালোবাসি।