এইসব রাত অচেনা পথ আমার এখন ভীষণ প্রিয়।
একদিন লাল ঘুড়ি ওড়াতাম জীবনের নীল সুতোয়
বুকের ভেতর কিছু কেরোসিন রেখে খুঁজেছি স্বপ্ন
যদি আলো না পাই ভেবে ধরেছি অনেক জোনাকি।
আমার ভেতরে ছিলো পৃথিবীর সবচেয়ে নরম কষ্ট
আজ পরিণত হয়েছে এই শহরের সব ইটের মতো।
একদিন আমিও পরিণত স্বপ্নকে খুন করে হেসেছি
উল্লাসে কেঁপেছ জেলের থালা, ঘাতক মায়া তারপর
আমাকে এনেছিলো ভুলিয়ে এইসব বিচ্ছিন্ন পথে,
হাতের অবাধ রেখায় দেখেছি তখন অনেক আশা
মানুষের মুখের মতো জানালার পাশে বসেছি দিনরাত।
এতদিন পরেও এইসব গাছে পাখি ডাকে প্রত্যাশায়
দেশলাইয়ের মতো আমার আঙুলগুলোর দিকে তাকাই
ছুঁলেই এখন পুড়ে যাবে এক দশকের সব নিউরন।
তবুও ফেরার সব পথ বন্ধ করে দিয়ে খুলেছি জানালা
আমারও আছে অনেক দেনা আকাশের কাছে অনেক
জীবনের কাছে আছে এখনও অনেক চাওয়া অনেক।
ঘড়িটার দিকে তাকাতেই মনে হলো এইতো অপচয়-
একটি শিশুকে ধীরে ধীরে শিখতে হবে অনেক হাঁটা
আমাকেও শিখতে হবে বাঘের মতো অনেক ব্যর্থ লাফ।