একটি শব্দ নিয়ে বসে আছি সন্ধ্যার টেবিলে
নিচ্ছি নারীর মতো তার শরীরের নরম ঘ্রাণ,
তার এলো চুলের এরোপ্লেনে চড়ে যাচ্ছি অতীতে।
কোন অতীত থেকে তুমি এসেছো, কোন কৌম সমাজ
থেকে, কোন মানুষের স্নায়ুতে হয়েছে তোমার জন্ম?
তারপর কত বন্ধুর পথ হেঁটে হেঁটে কত কষ্ট প্রেম
বিরহ স্মৃতি যুদ্ধ ধ্বংস কবিতা আবেগ স্বপ্ন নিয়ে
তুমি এসেছো রবীন্দ্রনাথের কলমে শ্রাবণে নগরে
পকেটে চিরকুটে যুবকের গিটারে মোড়ে গলিতে
কফিশপে বিকেলে ওষ্ঠে আসন্ন বৈশাখে বৃক্ষে বৃষ্টিতে।
'ভালোবাসি' তুমি অনেক ভালোবাসা নিয়ে এসেছো-
ভালো বাসা খুঁজতে গিয়ে পাইনি কখনও ভালোবাসা
তুবও কেটে যায় অন্ধকার বুকে নিয়ে অনেক আশা।