তুমি কাছে আসলে দূরে সরে যাই
তুমি দূরে গেলে কাছে আসতে চাই
পুড়ে যাচ্ছি রোজ নিয়তির দোটানায়
তবুও ফিরে আসি নানান বাহানায়।
বলতে গিয়েও বলা হয় না অনেক কথা
বলার ভিড়ে লুকিয়ে থাকে অনেক ব্যথা
জলও ছল জানে যখন বুঝে যায় ক্ষত
বুঝেও এড়িয়ে যাও বাড়াও যন্ত্রণা শত।
বুকভরা গল্প নিয়ে জেগে থাকি রাত
শূন্যতার চারপাশে বাড়াই হঠাৎ হাত
কেউ নেই তবুও কেনো কেউ থেকে যায়
তোমাকে পেয়েও রোজ তোমাকে হারাই।
কেউ কেউ হারিয়েও তোমাকে পেয়ে যাবে
যে গানগুলো লিখেছিলাম তারা মারা যাবে
তবুও কথা রয়ে যায় তবুও রোজ রুয়ে যাই
অসম্ভবের মাঝেও যদি হঠাৎ তোমারে পাই।