বৃক্ষের মগডালে বসে আছে একটি অদ্ভুত কাক
স্বজাতি তাকে কোকিল ভেবে করেছে পরিত্যাগ-
সে তাকিয়ে আছে নগরের হলুদ বাসটির দিকে।
সবাই কাকটিকে কোকিল ভাবলো
মহিলা থেকে কিশোর
যুবতী থেকে যুবক
বৃদ্ধা থেকে বৃদ্ধ
সাংবাদিক কলামিস্ট বুদ্ধিজীবী লেখক সম্পাদক
রিকশাওয়ালা হেল্পার শিল্পপতি অভিনেত্রী হকার
মন্ত্রী আমলা বিচারপতি ভিআইপি সুশীল চাটুকার
সবাই কাকটাকে কোকিল ভাবলো,
তাদের বিশ্বাসের উপর মলত্যাগ করে অতঃপর
কাকটি চলে গেলো কা কা কা করে।