বাঁচতে হলে মেনে নিতে শেখো
মেনে নিতে শেখো অমল ব্যর্থতা
মধ্যরাতে হঠাৎ স্বপ্নভঙ্গের যন্ত্রণা
জীবনের ভাঁজে ভাঁজে পরাজয়।
বাঁচতে হলে অন্ধ হতে জানো
বধির হওয়ার মন্ত্রটাও শিখে নাও
যাদের জন্য গেয়েছি স্নিগ্ধ গান
বৃক্ষ ভেঙ্গে গেলে তারা যায় চলে।
কত রাত জেগেছে হৃদয়ের হরিণ
শিকার ভুলে যাওয়া বাঘ এখানে
এসে নদীর জন্য করে তার শোক
তবুও বাঁচতে হলে মেনে নিতে শেখো।
দুঃখের সাথে ছিলো যার বসবাস
তারে আমি দিয়েছিলাম আমৃত্যু সুখ
উর্বরতা নেই জেনে চাষাবাদ ফেলে
কার বুকে মাথা রেখে কাটাও নিয়তি।
আপেলের গালে সবুজ সাইক্লোন
দিয়ে যায় বাসনার নাক্ষত্রিক চুম্বন
রৌদ্রময় দিনগুলো তবুও জ্বলে বুকে
অতীতের তলহীন দৃশ্যকাব্যের জলে।
মূক থেকেও পারিনি ভুলতে উৎসব
কাঁটাতার জুড়ে আদি সব সংরাগ
প্রতিক্রিয়া করো না এই দুঃসময়ে
বিবিধ বাস্তবতায় মেনে নিতে শেখো।