অনেক বিশুদ্ধ বেদনা বুকে চেপে হঠাৎ একদিন
চলে যাবো বন্ধুরা এই ভূগোল হতে অনেক দূরে।
বেদনার এই বদ্বীপে যারা ছিলো গল্পের দূরত্বে
চাল-ধোয়া জলের মতো মৃদু প্রেমেল অন্ধকারে
যাদের সাথে ছিলো স্বপ্ন চাষের অবাধ অধিকার—
যে জীবন বরণ করে হরণ করেছি মাংসের রাত
শস্যের রঙের মতো যাদের মুখ আজও রঙিন
অনাগত দুঃখের ডুবসাঁতারের এই তীব্র খেলায়
তোমাদের গল্পের রাতে গল্প বাড়তে বাড়তে, বন্ধুরা
কিছু গল্প সময়ের ক্রূর ক্রীড়ায় তাদের গুরুত্ব হারায়
পাখি, ডানার ক্লান্তি ভুলে বলে দাও বিদায় বিদায়।