একটি—
একটি নয়—
একটির কম নয়—
এভাবে করোটিতে ঢুকে যাচ্ছে
কুৎসিত সুন্দর...
                      বির্পযস্ত শৃঙ্খলা...
                                              স্থির চিৎকার...
গলে যাচ্ছে গভীরের অগভীরতায়
হলুদ অন্ধকার...
                      জটিল বরফ...
                                         নিস্তব্ধ গোধূলি...
ঘুরে ঘুরে ভবঘুরে স্বর
কোথায় শুনবে এই বিদীর্ণ হাহাকার—
আগুনের চারপাশে জলের প্রণয় শেষে
কে পাবে তোমার হৃদয়?
ছায়া থেকে নিজেকে স্বাধীন করে
দেখে যাই ত্রিকোণমিতিক পূর্বরাগ
হরিণ বাঘ হলে
পৃথিবীর দৃশ্যকাব্যে হত্যা কি কমে যেতো?
প্রপঞ্চ প্রপাতের নীল ডানা হতে
একাপ্রেমী অস্তিত্ব
ভ্রান্তির ঘোলাটে সবুজে
নেই কোনো শান্তির আবাহন—
উদাসীন পথে হেঁটে হেঁটে ভেবে নিও তুমি অনিকেত।