আজ এই প্রকাশ্য দিবালোকে
সবাইকে তারস্বরে বলছি
আমি এক আপাদমস্তক পরাজিত পুরুষ
বেদনা-জর্জরিত, রিক্ত-ঋদ্ধ প্রাণ আমার
এবার খুশি তো?
যারা আমাকে প্রতিযোগী ভেবে নিজেদের দুঃখ বাড়ায়
যারা প্রার্থনারত অবস্থায় আমার অমঙ্গল কামনা করে
যারা এখানে সেখানে আমার কুৎসা রটনা করে বেড়ায়
যারা আমার অলীক সফলতায় রাতের ঘুম হারাম করে
তাদের সবাইকে বলছি
আমি এক আগাগোড়া বিশুদ্ধ ব্যর্থ।
প্রিয়তম স্বাদেরা নিয়েছে বিদায়
ঈপ্সিত আশারা করেছে পরিত্যাগ
এক এক করে বহু স্বপ্নের পাখিরা
সমুদ্রের স্বাদ চূর্ণ করে গিয়েছে চলে।
পরাজিত হলে কি তাকে ভালোবাসতে নেই
বাড়িয়ে দিতে নেই কি মমতাবিধৌত দুটি হাত?
আমার দুচোখে এখন অজস্র রাতজাগা
আমার সমস্ত শরীরে ব্যর্থতার মনুমেন্ট
সংখ্যাতীত বিষ কণ্ঠে ধারণ করে ন্যুব্জ হতে হতে
চলে যাব দূর দূর অতিদূর যেখানে তোমাদের দূষণে
আমার পরাজিত হৃদয় নিয়ত বিষিয়ে উঠবে না।
পরাজিত পুরুষের পাশে কেউ থাকে না
পরাজিত পুরুষকে কেউ পছন্দ করে না
পরাজিত পুরুষের কোনো উৎসব থাকে না
থাকে না মাথা উঁচু করে হাঁটার অধিকার।
পরাজিত পুরুষের কপালে জুটে না জ্বরপট্টি
ঘৃণায় অতি প্রিয়জনেরাও মুখ ফিরিয়ে নেয়
সন্তানেরা কথায় কথায় মরার ধিক্কার দেয়
অকেজো বলে বন্ধুরা এড়িয়ে চলে সুকৌশলে।
পরাজিত বলে এতটাও অধঃপতিত হইনি যে
বনস্থলী জীবনের ডাক ভুলে শৃঙ্খলার অভিলাষে
আমি রয়ে যাবো তোমাদের এইসব দূষিত নগরে।