একদিন পেলেও পেতে পারি
তোমাকে
এই জীবনে
যখন শীতের কুয়াশা কমে আসে
এই নগরের
এক ধুলো পড়া রাস্তার পাশে
পশ কফিশপে
তোমার বিপরীতে বসে
অতীত গন্ধ নিয়ে আসে।
যখন তুমি ছোট ছিলে
আমিও প্রথম যৌবনে
কতরাত
মশারির ভেতরে
বাসের সিটে বসে
শ্রাবণের রাতে
তোমার হাত ছোঁব বলে
এঁকেছি স্মৃতিতে ম্যুরাল।
পেলেও পেতে পারি
এতদিন পরে
বুকে আশা চেপে রেখে
এ্যাটাক বিমানের মতো
সুযোগ খুঁজে বেড়াই
তোমাকে
একদিন
আমার নখের একান্ত কাছে।