এ কেমন বেদনার পুষ্ট দহন দিয়েছো আমাকে?
হে শূন্যতা, অবারিত মলিন আর দুর্গন্ধের মাঝে
যেসব সরীসৃপ পাখি হওয়ার দুঃস্বপ্ন বুকে নিয়ে
এগিয়ে চলে চিরদিন দূরের চঞ্চল দৃশ্যের দিকে—
এখন সময় তোমার হে পাহাড় হে সুদূরমগ্নতা
এত গোপন আর নৈঃশব্দ্য বুকে নিয়ে কালোত্তীর্ণ
সৌন্দর্যে কার অপেক্ষায় আছো তুমি দাঁড়িয়ে?
একদিন ডেকেছিলে তুমি হৃদয়ে অবাধ নীল আজ
নীল নীল সুনীল নিঃসীম সীমাহীন বেদনার নীলে
কে তুমি? তুমি, তুমি কী অবাক অপরিচিত চোখ
যেন নক্ষত্রের বুক থেকে ঝরে পড়া সোনালি সুদিন—
আমি কষ্টে আছি বলেই তো তুমি আজ ভীষণ সুখী।