সেকেন্ডের কাঁটাটি ঘুরতে ঘুরতে
পরিণত হয় মত্ত নাগরদোলায়
নাগরদোলাটি ঘুরতে ঘুরতে
ক্রমশ পরিণত হয় চাকায়
চাকাটি অবিরত ঘুরতে ঘুরতে
পরিণয় হয় বৈদ্যুতিক পাখায়।


দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে পথ
চাঁদের আলোয় যে ছায়ার আকৃতি দেখে
নিজেকে মনে হয়েছিলো এক বটবৃক্ষ
দুপুরের রোদে দীর্ঘ ছায়াটি কোথায়?
একটি বাঘ দৌড়তে দৌড়াতে
পরিণত হয় একটি ট্রেনে
একটি ট্রেন চলতে চলতে
পরিণত হয় উড়োজাহাজে।


শৈশবে থেকে কৈশোরে
কৈশোর থেকে যৌবনে
যৌবন থেকে বার্ধক্যে
গতির এই রূঢ় রূপে
সবকিছু ফুরিয়ে আসে ক্রীড়াচ্ছলে।