সেদিনের সেই সন্ধ্যায় যখন তুমি এসেছিলে এখানে
খুব কাছে কিন্তু দূরে, ছিলে সামনে কিন্তু অতিদূরে
নরকের শহরে তুমি ছিটিয়ে দিয়েছিলে শান্তির জল
মেরুন ওষ্ঠে তুমি জমিয়েছিলে পুরুষ-সন্ধ্যার তৃষ্ণা
উষ্ণ কাপের পাশে বাসনার হিম আয়োজন শেষে
বিবর্ণ প্রেমের বিবর্তন কতবার ফিরে যায় অকারণে
খুন হয়ে যায় তোমার শরীরে শত শত স্বপ্নের রাত।
তুমি রেখেছিলে অমল হাত কফিশপের স্নিগ্ধ টেবিলে
পাপীর শরীর হতে মুছে গিয়েছিলো দুর্গন্ধের চিহ্ন
সুখদ শান্তির ধারাপাতে নাচতে নাচতে তখনও ময়ূর
তখনও তুমি অপার্থিব সৌন্দর্য নিয়ে ছিলে বসে
এত কাছে এত স্নিগ্ধতা এত কাছে এত মাধুর্য-মত্ততা
দেখিনি কখনও এর আগে, কোন শহরে কিংবা স্বপ্নে
যেন তুমি ছিলে এক জীবন্ত ভাস্কর্য, সতেজ পোর্ট্টেট।