পৃথিবীর অন্তহীন অন্ধকারে
আমার বুকের ভেতরে জেগে থাকো তুমি,
অনুপম দিনগুলো কেটে যায় দ্রুত
পড়ে থাকে পথ জুড়ে বিস্তীর্ণ অতীত।
ঘুরতে ঘুরতে দাঁড়াই এসে পরিচিত শীতে
কতটুকু আর বদলে গিয়েছো তুমি?
আকাশটা এখনও গভীর নীল
শস্যের মাঠে মাঠে হলুদ ভীড়
তোমার হৃদয় জলের হৃদয় নয়
ফলের হৃদয় নয়
প্রেমের হৃদয় নয়!
জটিল রোগে ভুগে ভুগে
জটিলতম হতে হতে
মানুষের মৌলিক কাঠামো নেই আর শরীরে, হৃদয়ে।
তবুও প্রেম আসে সন্তানের মতোন
দুচোখ যখন দেখে দুর্ভেদ্য দেয়াল
তখনও, তখনও আসে আমার ফুসফুসে।