সময় ফুটে আছে নীরবে সাবধানে ঘাস খাও হরিণ
চারিদিকে ঘনঘোর রাত
একটু অসতর্ক হলেই তুমি হবে মাংসের আলাপ।


স্বজাতির মাংস না খেলেও
তুমি যাকে সভ্য বলে জানো
মানুষ মরে গেলে শরীরে ফিরে আসে তার ইতিহাস
সেটা কি তবে নগ্নতা নয়, মানুষ?


পৃথিবী ক্রমাগত ঘুরলেও
তুমি স্থির থেকে যাও কোন প্রেরণায়?
অন্ধকারে সাপ ভেবে তুমি যে দৌড় দিলে
তা তো একটা নিরীহ পোকাও হতে পারে!


ধ্বনি না থাকলে কোথায় পাবে প্রতিধ্বনি
আগুন না থাকলে কোথায় পাবে দহনের কারুকাজ
বৃষ্টি সে কি জল নাকি রোদন নাকি রক্ত নাকি বীর্য
এবার তবে চশমাটা খুলে এদিকে তাকাও।