স্বৈরপ্রেমিকের হৃদয়ে তুমি চির বন্দিনী
মুক্তি দিতে পারি মৃত্যুকে; তোমাকে নয়
ভাঙতে পারি ঈশ্বরবিধান; তোমাকে নয়
রক্ত আর নিঃশ্বাসের ফ্রেমে তুমি
শৈল্পিক প্রেম হয়ে ফুটে আছো।
পিকাসোকে জিজ্ঞেস করেছিলাম মৃতদের সভায়
আমার কথা শুনামাত্রই সে আঁতকে উঠেছিল!
সে কি পারতো কোনদিন আমার মতোন
রক্ত আর নিঃশ্বাসের শিল্পী হতে?
রক্তের ভিতরে সীমাহীন আবেগের গর্ত
নখের চিতায় ভাসন্ত পৃথিবীর জল
রোদনের ব্লেডে কাটছো তুমি বারবার,
তবুও স্বৈরপ্রেমিকের হৃদয়ে তুমি চির বন্দিনী
মুক্তি দিতে পারি মৃত্যুকে; তোমাকে নয়
ভাঙতে পারি ঈশ্বরবিধান; তোমাকে নয়।
ছবির মতো তাকাও হৃদয়ের গভীরে,
শুনতে কি পাও কোন সাইক্লোন আর্তনাদ?